শাহিদ কাপুর ও এটলীর জুটিতে বলিউডে নতুন ছবি তৈরি হবে

বলিউডে বেবি জন ব্যর্থ হওয়াতে এইবার আর রিমেক নয় মৌলিক গল্প নিয়ে ছবি বানাবেন তিনি । চিত্রনাট্য তৈরি করার দায়িত্ব আছেন আটলি নিজে ,ছবি প্রযোজনার দায়িত্ব থাকবেন আটলি নিজে আর পরিচালকের দায়িত্বে থাকবেন তার এক সহকারী ।শহীদ কাপুর কে নিয়ে এই বিনোদন মূলক ছবি তৈরি করতে গিয়ে তিনি তার সাথে পুরদস্তুর আলোচনা শুরু করেছেন ।