শাহিদ কাপুর গুরুতর আহত হলেন শুটিং করতে গিয়ে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  চন্ডিগড়ে একটি ছবির শুটিং  করতে গিয়ে আহত হলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা শহীদ কাপুর । একটি ফিল্মের শুটিং চলা কালীন তিনি ক্রিকেট খেলতে  গিয়ে  গুরুতর আহত হয়ে চন্ডিগড় হাসপাতলে ভর্তি । শাহিদের ছবি জার্সির শুটিং চলাকালীন ক্রিকেট খেলার সময় একটি বল এসে শাহিদের ঠোঠ  ফাটিয়ে দেয়  তার মুখে ১৭ টি সেলাই  পড়েছে । ৫ দিন না গেলে তার পরিস্থিতি  কোন দিকে যাচ্ছে বোঝা যাবেনা ।