এতে অভিনয় করেছেন রণবীর আলিয়া ,অমিতাভ শাহরুখ ,নাগার্জুন এবং মৌনী ।নতুন প্রজন্ম কে আকৃষ্টকরতে ভিজ্যুয়াল ট্রিটের দিক থেকে ব্রহ্মাস্ত্র পাবে পুরো নম্বর ।এই ছবির তুল্য ভিএফএক্স ভারতীয় সিনেমা এর আগে দেখেনি ।এই টি ছিলধর্মা প্রোডাকশনের ছবি ,শাহ রুখ এবং নাগার্জুন এই ছবিতে ছিলেন বিপণনের অংশ হিসাবে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...