এতে অভিনয় করেছেন রণবীর আলিয়া ,অমিতাভ শাহরুখ ,নাগার্জুন এবং মৌনী ।নতুন প্রজন্ম কে আকৃষ্টকরতে ভিজ্যুয়াল ট্রিটের দিক থেকে ব্রহ্মাস্ত্র পাবে পুরো নম্বর ।এই ছবির তুল্য ভিএফএক্স ভারতীয় সিনেমা এর আগে দেখেনি ।এই টি ছিলধর্মা প্রোডাকশনের ছবি ,শাহ রুখ এবং নাগার্জুন এই ছবিতে ছিলেন বিপণনের অংশ হিসাবে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...