সোশ্যাল মিডিয়াতে আলিয়া ভট্টের পোস্ট প্রতি আয়

সম্প্রতি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এক্সেকিউটিভের পক্ষ থেকে একটি তথ্যে জানানো হয়েছে একেকটি সোশ্যাল মিডিয়া তে পোস্ট করতে আলিয়া ভট্ট নাকি ৮৫ লক্ষ্য -১ কোটি টাকা পারিশ্রমিক নেন । আলিয়ার এই পারিশ্রমিকের পরিমান আরো বেড়ে যাবে সামনে তার কোনো ছবির মুক্তি থাকলে ।এক সেলিব্রিটি ব্র্যান্ড ভ্যালুয়েশন সংস্থার রিপোর্ট ,অনুযায়ী গত বছর দেশের ১০ প্রভাব শালী মধ্যে ছিলেন আলিয়া ,তার ব্র্যান্ড ভালুয়েশনের মূল্য ছিল ৬৮.১মিলিয়ন ইউএস ডলার ।