স্ত্রী ও সন্তান সহ দুবাইতে আটকে আছে সংগীত শিল্পী সোনু নিগম

খবর ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ভারতের অন্যতম জনপ্রিয় সংগীত শিল্পী সোনু নিগম  তার স্ত্রী ও সন্তান সহ  অবস্থান করছে দুবাই তে ।গত ১৭ মার্চ এই শিল্পীর ভারতে ফেরার কথা ছিল । এক টেলিফোনিক সাক্ষাৎকারে এই শিল্পী বলেন দেশে তার বাবা মা ও দেশবাসীর  কথা চিন্তা করেই  তিনি দুবাই  তে আছেন ।তিনি বলেন দেশে ফিরে  সকলের বিপদ বাড়াতে চাইনা ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সকলে যেন সুস্থ্য হয়ে এই বিপদের মোকাবিলা  করতে পারে ।