২০২১ সালে ঈদে সালমানের নতুন সিনেমার নাম ফাঁস

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  ভারতের বলিউডের  জনপ্রিয় অভিনেতা সলমান  খান প্রতি বছর  ঈদে  কোন না কোনো জনপ্রিয় দর্শকদের উপহার দেন । আগামী বছরের ঈদে  তার  সিনেমার নাম প্রকাশিত হয়ে গেলো । সালমান জানান  ২০২১ সালের ঈদে  মুক্তি পাবে তার নতুন ছবি  “কাভি ঈদ  কাভি দেওয়ালি “। সলমান  সামাজিক  যোগাযোগের মাধ্যমে এই খবরটি সোশ্যাল মিডিয়াতে জানান । ছবিটির প্রযোজনায় থাকবেন সাজিদ নাদিয়াদওয়ালা  এবং গল্পটিও তার লেখা ,পরিচালনা করবেন হাউস ফুল ৪ খ্যাত ফরহাদ সামজি । এই বছরের শেষ শুটিং শুরু হবে নায়িকা নির্বাচনের কাজ চলছে ।