খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতের বলিউডের জনপ্রিয় অভিনেতা সলমান খান প্রতি বছর ঈদে কোন না কোনো জনপ্রিয় দর্শকদের উপহার দেন । আগামী বছরের ঈদে তার সিনেমার নাম প্রকাশিত হয়ে গেলো । সালমান জানান ২০২১ সালের ঈদে মুক্তি পাবে তার নতুন ছবি “কাভি ঈদ কাভি দেওয়ালি “। সলমান সামাজিক যোগাযোগের মাধ্যমে এই খবরটি সোশ্যাল মিডিয়াতে জানান । ছবিটির প্রযোজনায় থাকবেন সাজিদ নাদিয়াদওয়ালা এবং গল্পটিও তার লেখা ,পরিচালনা করবেন হাউস ফুল ৪ খ্যাত ফরহাদ সামজি । এই বছরের শেষ শুটিং শুরু হবে নায়িকা নির্বাচনের কাজ চলছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...