
খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : নিজের দেশের মানুষ দের কাজের সুযোগ দিতে অভিবাসন বন্ধ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প । মঙ্গলবার টুইট করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন গ্রেট মার্কিন সিটিজেন দের বাঁচানোর জন্য আমি একটি অর্ডারে সই করেছি তাতে আপাতত আমেরিকা তে অভিবাসন বন্ধ করে দেয়া হচ্ছে ,আজ বিকালে টুইট করে জানালেন আজই অভিবাসন বন্ধ করতে একটি এক্সেকিউটিভ অর্ডারে সই করবো আমি ।