খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : করোনার গ্রাসে চলে গিয়েছে ইটালির অর্ধেক দেশ প্রতিদিন আক্রান্ত ও মৃত্যুর হার কোনো বিধি নিষেধ মানছে না । প্রত্যেকদিন আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ে কোনো অঙ্ক খাটছে না । গত ২৪ ঘন্টাতে নভেল করোনার থাবাতে মৃত্যু হয়েছে ৬০২ জনের । এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৬০৭৭ এবং আক্রান্ত প্রায় ৬৪,০০০।