করোনাভাইরাসে মৃতের সংখ্যা ইউরোপ ৩০,হাজার ছাড়িয়ে গিয়েছে

খবর   ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : ১ লা  এপ্রিল অব্দি ২০২০ পর্যন্ত  সারা  বিশ্বে  মৃতের সংখ্যা ৪৪০০০ হাজারে দাঁড়িয়েছে । যার  মধ্যে  ইউরোপেই  মৃতের সংখ্যা ৩০,০০০ হাজারের উপর । চীন এবং ইরানের পরে এই ভাইরাস মূল আঘাত আনে  ইতালি তে  ,ইতালি  তছনছ করার পরে তার ভরকেন্দ্র সরে  গিয়েছে  স্পেনের দিকে ,জন হপকিন্স বিশ্ববিদ্যালয় থেকে যে আপডেট  পাওয়া  যায়  তা  থেকে জানা যায় স্পেনে করোনা তে আক্রান্তের সংখ্যা ১,০০,০০০ বেশি মানুষ এবং  মৃতের সংখ্যা ৯০০০ ছাড়িয়েছে ।