ছয় ডুবুরি কে বিশেষ সন্মান দিলো ব্রিটিশ সরকার

Westminster Bridge with Big Ben in London

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   কয়েকমাস  আগে  থাইল্যান্ডের  এক গুহায়  আটকে পড়া কিশোর ফুটবলার ও তাদের উদ্ধার কার্যে যুক্ত ছয় ব্রিটিশ ডুবুরি কে বিশেষ  সন্মান করলো ব্রিটেনের সরকার । চারজন ডুবুরি কে  সাহসিকতার জন্য  বিশেষ পুরস্কার দেয়া হয়েছে ,আর তিনজন ডুবুরি পেয়েছেন  ” মোস্ট এক্সসেলেন্ট  অর্ডার  অফ দি  ব্রিটিশ এম্পায়ার ” সংম্মান । গত শনিবার প্রকাশিত এক সম্মানের তালিকায় নাম রয়েছে  ” সুপার  মডেল ” টুইগি  চিত্র পরিচালক ক্রিস্টোফার  নোলান  এবং ব্রেক্সিট  সমর্থক এমপি জন রেডউডের ।