নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আল আজিজিয়া ইস্পাত কারখানার দুর্নীতির মামলায় দণ্ডিত হলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ । দেশের দুর্নীতি দমন আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দিলো সঙ্গে ২৫ লক্ষ টাকা জরিমানা । বিচারক মোহাম্মদ এরশাদ মালিক জানান নওয়াজের বিরুদ্ধে যথেষ্ট প্রমান মিলেছে । রায়ের ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন নওয়াজ , রায় ঘোষণার পরে পুলিশ নওয়াজ কে তাদের হেপাজতে নিয়েছে তবে কোন জেলে রাখা হবে তা স্পষ্ট নয় ।