বিশ্বের সেরা দেশ সুইজারল্যান্ড

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক:সম্প্রতি  ইড   এস  নিউজ  এন্ড  ওয়ার্ল্ড  রিপোর্ট  ও  বি  এ ডি   গ্রূপ  এবং  পেনসিলভেনিয়া  বিশ্ববিদ্যালয়ের  যৌথ  বিশ্লেষণে  একটি  সমীক্ষায়  দেখা  যাচ্ছে। ২০২০  সালে  সুইজারল্যান্ড  হল  বিশ্বের  শ্রেষ্ঠ  তম   দেশ । দ্বিতীয়  ও  তৃতীয়  স্থানে  আছে  কানাডা  ও  জাপান।  ৭৩টি  দেশ  নিয়ে  এই  সমীক্ষা  চালান  হয়। কিছু  অর্থ  –  সামাজিক  বিষয়ের  উপর  ভিত্তি  করে। ২০১৯  সালে  ভারত  তালিকায়  ২৭ তম  স্থান ও  ২০২০  সমীক্ষায়  পেয়েছে  ২৫  তম   স্থান। ঐতিহ্যবাহী  দেশ  গুলির  তালিকায়  ভারত  আছে  ষষ্ঠ  তম   স্থানে(৬)।