ভিশা নীতিতে বদল আনলো আমেরিকা

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জো বাইডেন সরকার আমেরিকা তে বসবাসকারী বিদেশী দের জন্য কাজের অনুমতি পত্রের সময়সীমা এইচ ৪ ও এল ২ ভিসার সময়সীমা,যথাক্রমে ১৮০ থেকে বাড়িয়ে ৫৪০ দিন করলো । এই ছাড়াও এইচ ১ বি ভিশা নিয়ে বসবাসকারী বিদেশী কর্মীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ঘোষণা করেছেন আমেরিকার ডিপার্টমেন্ট ও হোম ল্যান্ড সিকিউরিটি ।