নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লন্ডনের ক্রয়ডন এলাকাতে এক গুদামে বিধ্বংসী আগুন লাগে ।খবর পাওয়া মাত্র দমকলের ২০ টি ইঞ্জিন ছুটে যায় আগুন নেভানোর কাজে । সারা রাত ধরে দমকলের ১২০ জন কর্মী ব্যস্ত থাকেন আগুন নেভানোর কাজে ,ওই অগ্নিকাণ্ডের ফলে এখন অব্দি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারণ ও জানা যায়নি ।লন্ডন ফায়ারব্রিগেডের তরফ থেকে স্থানীয় বাসিন্দা দের দরজা জানলা বন্ধ করার পরামর্শ দেয়া হয় ধোঁয়া রুখতে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...