নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল লন্ডনের ক্রয়ডন এলাকাতে এক গুদামে বিধ্বংসী আগুন লাগে ।খবর পাওয়া মাত্র দমকলের ২০ টি ইঞ্জিন ছুটে যায় আগুন নেভানোর কাজে । সারা রাত ধরে দমকলের ১২০ জন কর্মী ব্যস্ত থাকেন আগুন নেভানোর কাজে ,ওই অগ্নিকাণ্ডের ফলে এখন অব্দি কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং কারণ ও জানা যায়নি ।লন্ডন ফায়ারব্রিগেডের তরফ থেকে স্থানীয় বাসিন্দা দের দরজা জানলা বন্ধ করার পরামর্শ দেয়া হয় ধোঁয়া রুখতে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...