নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মান্টো ছবিটির প্রদর্শন পাকিস্তানে নিষদ্ধ হয়েছিল , তার পরে পাকিস্তানে বুদ্ধিজীবীরা এবং উর্দু লেখক মান্টোর তিন কন্যা এই ছবিটি পাকিস্তানে মুক্তি দেয়ার জন্য প্রধানমন্ত্রী ইমরান খান কে একটি খোলা চিঠি লেখেন,তার পরে পাক তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেছেন “আমরা চেষ্টা করবো পাকিস্তানে এই ছবিটি কে প্রদর্শিত করার , তার পরে এই নিয়ে পরিচালক নন্দিতা দাশ কে আশ্বাস দেন এই ছবিটির মুক্তির ব্যাপারে ,পাল্টা টুইট করে পরিচালক ও ধন্যবাদ দেয় পাক তথ্য মন্ত্রীকে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...