রোহিঙ্গা দের পরিচয় পত্র দেয়া হয়েছে

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : গত  শুক্রবার  রাষ্ট্রপুঞ্জ  জানান  যে বাংলাদেশে  যে ২ লক্ষ ৫০ হাজার রোহিঙ্গা  আছে তাদের পরিচয় পত্র  দেয়া হয়েছে । এই পরিচয়  পত্র পাওয়ার  ফলে রোহিঙ্গা  দের  ভবিষ্যতে  মায়ানমার  ফিরে যাওয়ার অধিকার  রয়ে  গেলো ,কারণ  পরিচয় পত্রই  তার  প্রমান । রাষ্ট্রপুঞ্জ  বলেছে এই পরিচয়  পত্র  ভবিষ্যতে  মানব  পাচার  রুখতে  সাহায্য  করবে ।