
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সন্ত্রাসবাদ ইস্যুতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেনজির আক্রমণ করে পাক প্রশাসন কে । তার পরে তিনি বলেন ” আমেরিকার জন্য বিন্দুমাত্র কাজ করেনি পাকিস্তান ,এর পরে পাক প্রধানমন্ত্রী টুইটারে এর জবাব দেন এবং বলেন পাক গোয়েন্দা দের মদতেই লাদেন কে খতম করতে হয়েছিল আমেরিকা । জবাবে ট্রাম্প বলেন পাক গোয়েন্দা দের নাকের ডগায় কি করে লাদেন এতো দিন আবোটাবাদে ছিলেন তার কোনো কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি পাকিস্তান ?