নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : মিশরের রাজধানী কায়রোর কাছে রাস্তার পাশে পেতে রাখা বোমায় বিস্ফোরণের ফলে তিন বিদেশী পর্যটক এবং স্থানীয় এক গাইডের মৃত্যু হয় ।মিশ্ররের স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে এর পরেই জঙ্গি নিকেশে গোপন অভিযান চালায় মিশর পুলিশের একটি দল । আজ দুটি আলাদা অভিযানে গিজা প্রদেশে নিহত হন ৩০ জন জঙ্গি , এবং উত্তর সেনাই অঞ্চলে আরেকটি পুলিশি অভিযানে মারা যায় ১০ জন জঙ্গি ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...