৯ দিন বাদে ভোট ব্রিটেনে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  এই বছর ৭০ বছর পূর্তি হবে ন্যাটোর  সেই উপলক্ষে  লন্ডনে চলবে ন্যাটোর  শীর্ষ  বৈঠক । সেই  উপলক্ষ্যে  লন্ডনে  উপস্থিত থাকবে  আমেরিকা  ফ্রান্স  জার্মানি সহ  ৭০ টি ন্যাটো দেশের সদস্য রা । তার ৯ দিন পরেই ব্রিটেনে  ভোট ,ডোনাল্ড  ট্রাম্পের আবার  বর্তমান  ব্রিটিশ  প্রধানমন্ত্রী বরিস  জনসনের  প্রতি প্রীতি । কনসারভেটিভ  দল  ট্রাম্পের আশা  নিয়ে  বিরোধীদের  অভিযোগের মুখে গুটিয়ে আছে , ব্রিটেনের  জাতীয় স্বাস্থ্য  পরিষেবা  (এনএইচএস ) এই নির্বাচনে  প্রধান  ভূমিকা নেবে ।