রেড রোডের অনুষ্ঠান থেকে ইউনেস্কো প্রতিনিধিরা জানিয়েছিলেন তারা শহরে এসে ২৪ টি বারোয়ারি পুজো কে ঘুরে দেখবেন ,সেই পরিপ্রেক্ষিতে শুরু হয়েছে পুজোর কমিটি গুলির মধ্যে আকচা আকছি ।ফোরাম ফর দুর্গউৎসবের কর্তাদের মধ্যে মুখ দেখাদেখি অব্দি বন্ধ ।সোনা যাচ্ছে তালিকা তে রয়েছে ২২ টি বারোয়ারি ,,এর মধ্যে দুটি সাবেক বারোয়ারি এবং দুটি বনেদি বাড়ির পুজো । তালিকা থেকে বাদ পড়েছে টালা বারোয়ারি ,কলেজ স্কোয়ার ,মোহাম্মদ আলী পার্ক ,শ্রীভূমি স্পোর্টিং ,সমাজ সেবী সংঘ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...