নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা আবহাওয়া অফিসের অনুমান বঙ্গোপসাগরের উপরে থাকা উচ্চ চাপ বলয় দুর্বল হওয়ার ফলে বায়ু মন্ডলে জলীয় বাষ্পের উপস্থিতি কমবে তার ফলে আগামী শুক্রবার থেকে উত্তরে হওয়ার দাপট বাড়বে এবং তার হাত ধরেই দুই এক দিনের মধ্যেই শীতের প্রভাব শুরু হবে শহরে । সব কিছু ঠিক থাকে চললে এই সপ্তাহের শেষ তাপমাত্রা ১৯ ডিগ্রির আসে পাশে ঘোরা ফেরা করবে বলে জানান হাওয়া অফিস ।















































