উদ্বোধন হল কলকাতা মৎস মহোৎসব

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :  গত  কাল  পার্ক  সার্কাসের  এক  শপিংমলে  সাংবাদিক  বৈঠকের  মাধ্যমে  উদ্বোধন  হয়  কলকাতা  মৎস  মহোৎসবের  ।  উদ্বোধন  করলেন  সাহিত্যিক  মণিশঙ্কর  মুখোপাধ্যায়  ।  উদ্যোক্তরা   জানালেন  ১৩ই  এপ্রিল  থেকে  ২১  এপ্রিল  পর্যন্ত্য  শহরে  তাদের  ১৫ টি  স্টোরে  চলবে  এই  উৎসব।  একশো  ধরনের  মাছ  পাওয়া  যাবে  সুলভ মূল্যে। থাকবে  ১৯৯  টাকার  উপহার  প্যাকেট  ।  মৌরলার  দাম  কেজি  প্রতি  ৪৯  টাকা।  এছাড়া  অনান্য   মাছ  পাওয়া   যাবে   কেজি  প্রতি  ১৪৯  টাকায়।