করোনা ও ডেঙ্গি তে আক্রান্তের সংখ্যার নিরিখে প্রথম চারের তালিকা তে রয়েছে কলকাতা ,উত্তর ২৪ পরগনা হাওড়া ও হুগলি জেলা ।গতকাল সংশ্লিষ্ট জেলা গুলির জেলা শাসক ,পুর ও নগর উন্নয়ন দফতর স্বাস্থ্য দফতরের সচিব ও অধিকর্তাএবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দের নিয়ে ডেঙ্গি মোকাবিলা তে বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব ,তিনি জানতে চান ওই চার জেলার যেই সব পুরসভা ও পঞ্চায়েতে সবথেকে বেশি খারাপ অবস্থা তার বর্তমান হাল হকিকত ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...