জখম অটোর যাত্রী

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কলকাতা  পুলিশ  সূত্রে  জানা  যায়  মঙ্গলবার  রাতে  বেলেঘাটা  থানার  সি  আই  টি  রোডে   উপর একটি  গাড়ী   দাঁড়িয়ে  ছিল।  আচমকা  একটি  অটো এসে   সেটির    পিছনে  ধাক্কা  মারে।  এর  ফলে  আহত  হন  অটোর  দুজন  যাত্রী ।  বেলেঘাটার  একটি  নার্সিং হোমে   প্রাথমিক  চিকিৎসার  পর  তাদের  ছেড়ে  দেওয়া  হয়।