ডিজিটাল পরিদর্শন ব্যবস্থা চালু করলো মাকাউট

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : প্রযুক্তি  কে কাজে লাগিয়ে  কলেজ  পরিদর্শন এবং ছাত্র  ছাত্রীদের  সঙ্গে  সাখ্যাতের  প্রক্রিয়া শুরু করলো আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  (মাকাউট )। গত  বৃহস্পতিবার  একটি ভিডিও সম্মেলন করে  ওই  বিশ্ববিদ্যায়লয়ের অধীনস্ত  একটি ম্যানেজমেন্ট শিক্ষা  প্রতিষ্ঠানের  পড়ুয়াদের মতামত শোনেন  উপাচার্য সৈকত  মিত্র ,কথা  বলেন শিক্ষক  দের  সঙ্গে । ডিজিট্যাল  ইন্সপেকশন  ব্যবস্থায় কলেজ  গুলির ব্যবস্থা দেখে নেন  নিজেদের  চোখে ।