খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :আগামীকাল ইডেনে দিন রাতের টেস্টের জন্য ৬ টি অতিরিক্ত ট্রেন চালাবে মেট্রো কর্তৃপক্ষ । রবিবারের নির্ধারিত ট্রেনের বদলে সেই দিন চলবে ১৩০ ট্রেন । তার মধ্যে বেলা ১২ টা থেকে ১ টার মধ্যে চারটে অতিরিক্ত ট্রেন চলবে এবং রাত ৮ টা থেকে ৮;৫০ মিনিটের মধ্যে চলবে দুটি অতিরিক্ত ট্রেন ।