ধেয়ে আসছে ঝড় সঙ্গে বৃষ্টি সতর্কতা জারি হাওয়া অফিসের

খবর ঘন্টায় ঘন্টায়  ওয়েবডেস্ক :  আলিপুর  হাওয়া অফিসের তরফে আজ  বিকেলে জারি করা সতর্ক বার্তায়  বলা  হয়  দক্ষিণ বঙ্গের ১০ টি  জেলায়  চলবে  ঝড় বৃষ্টির সতর্কতা সঙ্গে  ৩০-৪০ কিমি বেগে জের হাওয়া বয়ে যেতে পারে । বৃহস্পতিবার সব কটি  জেলাতে  হাল্কা  বৃষ্টি হতে পারে পাশাপাশি শুক্রবার  রাজ্যের  পশ্চিমের জেলা  গুলি তে  বজ্র বিদ্যুৎ সহ  বৃষ্টি হতে পারে ,আপাতত ২-৩ দিন রাজ্যের রাতের  তাপমাত্রা পরিবর্তন  হবেনা ।