পুরসভা চালু করলো বায়োমেট্রিক সিস্টেম

On: Saturday, January 5, 2019 9:23 AM

নিউস  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :   কলকাতা পুরসভার কর্মিদের জন্য হাজিরা রেকর্ড করতে চালু হলো বায়োমেট্রিক পদ্ধতি । গতকাল পুরোকমিশনার  এই মর্মে এক বিজ্ঞপ্তি জারি করেন , কমিশনার আরো  বলেন যে পুরসভার কাজ মূলত পরিষেবা মূলক ,সময়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে  দেয়াই  প্রশাসনের লক্ষ , প্রথম ধাপে তাই ইঞ্জিনিয়ারিং ,জঞ্জাল অপসারণ ও স্বাস্থ্য বিভাগে এটি চালু হলো ।