পোষ্টার ছেড়া নিয়ে উত্তেজনা

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : উত্তর  কলকাতার  তৃণমূল  প্রার্থী  সুদীপ  বন্দ্যোপাধ্যায়  এর  সমর্থনে  লাগানো  পোষ্টার  ছেড়া   নিয়ে  কলকাতা  পুরসভার  ১৪  নং  ওয়ার্ডের  তৃণমূলের  মধ্যে  গোষ্টি  দন্দ   বাধে।  দলের  ১৪  নং  ওয়ার্ডের  পুরপিতা   অমল  চক্রবর্ত্তী  তারই  দলের  একাংশের  বিরুদ্ধে  অভিযোগ  তোলেন  যে  তারা  পোষ্টার  এ  তার  মুখে  কালী  লেপে  দিয়েছেন এবং  পোষ্টার   ছিড়ে   দিয়েছেন।  এর  পড়  বচসায় জোড়ায়  দু পক্ষ ।  মানিক  তলা  থানার  হস্তক্ষেপে  পরিস্থিতি  শান্ত  হয়।