প্রয়াত হলেন কৃষ্ণা কাপুর

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  বলিউড  জগতের  বাদশাহ   প্রয়াত রাজকাপুরের  স্ত্রী  কৃষ্ণা রাজ্  কাপুর  আজ  ভোরবেলা  মুম্বাইতে  ৮৭ বছর বয়েসে  পরলোক  গমন করেন । হৃদরোগে আক্রান্ত হয়ে তার  মৃত্যু হয় । ১৯৪৬ সালে  রাজকাপুরের সাথে  তার  বিয়ে হয়  এবং তাদের ৫ সন্তান ,রণধীর  কাপুর ,ঋষি কাপুর রাজীব  কাপুর  এবং দুই মেয়ে রিমা জৈন  এবং ঋতু  নন্দা  এইদিনে  চেম্বুরে তার শেষ  কৃত্য  সম্পন্ন হয় ,তার মৃত্যু তে শোকের ছায়া  নেমে  আসে  বলিউড  জগতে ।