বাগুইআটি উড়ালপুলে ফাটল

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :গতকাল  ব্যস্ত   ভিআইপি  রোড  দিয়ে যাচ্ছিলেন  বাসিন্দা  দেবাশীষ   পাল। হঠাৎ  তার  চোখে  পরে  দমদম  পার্কে  – বিমান  বন্দর  উড়ালপুলের  একটি  অংশে  বিরাট  ফাটল। তিনি  সঙ্গেসঙ্গে  বিষয়টি  ট্রাফিক  পুলিশের  নজরে  আনেন। সেখান  থেকে  খবর  যায়  পুলিশের  উপর  মহলে । সেখান  থেকে  পূর্তদফতর  এর  ইঞ্জিনিয়াররা  এসে  ফাটল  পরীক্ষা  করে  দেখে। পূর্ত  দফতর  ফাটল  মেরামতি   করবে। এবং  বিষয়টি  নিয়ে  তদন্ত  করবেন  বলে  জানান।