নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল যাদবপুরের সন্তোষ পুরে মিনিবাস স্ট্যান্ড থেকে স্টার্টার দের গুমটি উৎখ্যাত করাকে কেন্দ্র করে পথ অবরোধ করলেন মিনিবাস চালক ও কর্মীরা । এর পরে পুলিশ কয়েকজন বাস চালক কে আটক করলে তারা বন্ধ করে দেয় সন্তোষ পুর – বিবাদী রুটের বাস চলাচল ।এই জমিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিবাদ চলছিল ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...