খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : জোকা – বিবাদি বাগ মেট্রো রেলের কাজ কতটা অগ্রগতি হল , তা নিজে সরজমিনে দাঁড়িয়ে দেখলেন ওই সংস্থার জেনারেল ম্যানেজার পি.সি.শর্মা । গত বুধ ও বৃহস্পতিবার তিনি নিজে জোকা স্টেশন , জোক মেট্রো ডিপি ও মাঝের হাট স্টেশনের কাজ কর্ম পরিদর্শন করেন । উল্লেখ্য জমিসহ অনুমতি সংক্রান্ত নানা বাধায় একাধিক বার ওই মেট্রো প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...