নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ সন্ধ্যা ৬ টা ৩০ মিনিট নাগাদ এমজি রোড স্টেশনের আপ লাইনে একটি মেট্রো বগির নিচ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায় । সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় ময়দান থেকে দম দম পর্যন্ত অপলাইনে মেট্রো চলাচল ,ইঞ্জিনিয়ার দ্রুত ঘটনাস্থলে গিয়ে কামরা টিকে আপলাইন থেকে কামড়াটিকে সরানোর চেষ্টা করছে ,এখনো পর্যন্ত পাওয়া খবর অব্দির মেট্রোর আপ লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি ,আপ লাইনে গিরিশ পার্ক থেকে দমদম মেট্রো চালানো সম্ভব হচ্ছে বিপাকে পড়েছেন যাত্রীরা ।