কলকাতা পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের জোড়াসাঁকোর ঠাকুরবাড়ির অদূরেই অর্চনা উপ-ডাকঘরটির নামকরণ করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ।ইতিহাস বলছে অর্চনা নামক একটি সাহিত্য পত্রিকা ওই ডাকঘরে এসে জমা হতো ।নাম টি স্বয়ং রবীন্দ্রনাথের দেওয়া এবং তিনি স্বয়ং ওই ডাকঘর থেকে পত্রিকা টি সংগ্রহ করতেন । এর বেহাল দশা দেখে স্থানীয় পুরপ্রতিনিধি বলেন ডাকঘর সংস্কারের জন্য ডাক কর্তৃপক্ষ আমাদের কাছে দরবার করলে আমরা এইটি কে হেরিতেজ কমিশনের কাছে পাঠাতে পারি ।