খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বিজেপির নেতা মুকুল রায় সল্টলেকের মেয়র তথা নিউ টাউন বিধানসভার বিধায়ক সব্যসাচি দত্তর বাড়িতে ঘন্টা দুয়েক কাটিয়ে গেলেন । প্রসঙ্গত উল্লেখ্য সেইখানে উপস্থিত ছিলেন কলকাতার এক নামি ফ্যাশন ডিসাইগনার ও বাড়ি থেকে বেরিয়ে আসার পরে মুকুল কে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন ওর সঙ্গে “দাদা ভাইয়ের সম্পর্ক আর ওর স্ত্রীর হাতের রান্না খুব ভালো ,লুচি আলুর দম খেয়ে গেলাম “। অন্য দিকে সব্যসাচী বলেন মুকুল দার সাথে আমার অনেক দিনের সম্পর্ক এই নিয়ে অন্য কোনো গন্ধ খোঁজার মানে নেই “।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...