সাউথ সিটি মলে চলছে রিয়্যাল এস্টেট মেলা

South City Mall in Kolkata

গতকাল সাউথ সিটি মলে দুই দিন ব্যাপী এক আবাসন মেলার আয়োজন করেছে জেমস গ্রপ , আনন্দ বাজার ও টেলিগ্রাফ পত্রিকা এর ব্যাঙ্কিং সহযোগী ও এসবিআই হোম লোন ।ওই মেলাতে কলকাতার প্রথম সারির আবাসন সংস্থা গুলি যোগদিয়েছে ।মেলাটির উদ্বোধন করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ।জেমস গ্রপের তরফে ললিত ভুতোড়িয়া বলেন করোনা পরবর্তী অধ্যায় মানুষএখন পর্যাপ্ত এল হাওয়া যুক্ত পরিবেশে ফ্ল্যাট কিনতে জোর দিচ্ছে ।