গতকাল সাউথ সিটি মলে দুই দিন ব্যাপী এক আবাসন মেলার আয়োজন করেছে জেমস গ্রপ , আনন্দ বাজার ও টেলিগ্রাফ পত্রিকা এর ব্যাঙ্কিং সহযোগী ও এসবিআই হোম লোন ।ওই মেলাতে কলকাতার প্রথম সারির আবাসন সংস্থা গুলি যোগদিয়েছে ।মেলাটির উদ্বোধন করেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী ।জেমস গ্রপের তরফে ললিত ভুতোড়িয়া বলেন করোনা পরবর্তী অধ্যায় মানুষএখন পর্যাপ্ত এল হাওয়া যুক্ত পরিবেশে ফ্ল্যাট কিনতে জোর দিচ্ছে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...