হাওয়া অফিসের অনুমান আগামী তিনঘন্টার মধ্যে বৃষ্টিতে ভাসবে কলকাতা

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  আবহাওয়া অফিস  সূত্রে  জানা  গিয়েছে কলকাতা তে ধেয়ে আসছে বৃষ্টি  সঙ্গে ৪০-৬০ কিমি বেগে ঝড় । হাওয়া  অফিসের ধারণা বৃষ্টির প্রভাব পড়তে  পারে  বর্ধমান ,বীরভূম ,মালদা  ,হাওড়া ,হুগলি ,নদীয়া ,দুই মেদিনীপুর এবং দুই ২৪ পরগনা  আর  পুরুলিয়া তে । বাঁকুড়া তে ইতিমধ্যেই  শুরু হয়ে গিয়েছে শিলাবৃষ্টি ।