অন্ধ্রপ্রদেশে লোকসভা ও বিধানসভা ভোট এনডি এ গাঁটবন্ধন সম্পন্ন হলো

গতকাল অন্ধ্রপ্রদেশের ২৫ টি লোকসভা আসনের জন্য এনডিএ শরিক দল গুলির মধ্যে আসন বন্টন সম্পন্ন হলো ।সোমবার এনডি এ এই ঘোষণা করে ,২৫ টি আসনের মধ্যে ১৭ টি তে লড়াইয়ের কথা ঘোষণা করে চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি ।ছয়টি প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি । আর দুই টি তে লড়বে তেলুগু অভিনেতা পবন কল্যাণের জনসেনা পার্টি ।বিধান সভা ভোটে ১৭৫ টি আসনের মধ্যে ১০ টি তে লড়বে বিজেপি ,২১ টি তে লড়বে জেএসপি আর বাকি ১৪৪ টি আসনে লড়বে টিডিপি ।