অবসর জীবনের আর্থিক প্ল্যান নিয়ে কোনো ধারণা নেই ভারতীয় প্রবীণদের -সমীক্ষা

On: Thursday, October 30, 2025 10:24 AM

সারা দেশ জুড়ে এক্সিস ম্যাক্স লাইফ ইন্স্যুরেন্স য়ের তরফে একটি সমীক্ষা চালানো হয় প্রবীণ নাগরিকদের উপরে ,যে অবসরের পরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে পারলে তারা সচ্ছল ভাবে জীবন জ্ঞাপন করতে পারবে কিনা ।বিশেষজ্ঞরা বলছেন প্রতি ১০ জনের মধ্যে ৭ জনের কোনো ধারণা নেই ১ কোটি টাকার তহবিলে তারা স্বচ্ছল জীবন জ্ঞাপন করতে পারবেন কিনা তারা জানেন না। জিনিস পত্রের দাম,স্বাস্থ্য বীমার প্রিমিয়াম যে ভাবে বাড়ছে তা মোকাবিলার করার কোনো চিন্তা ভাবনা তাদের নেই ।