বিহার ক্যাডারের প্রাক্তন আই এ এস অমিত খারে কে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সচিব পদে নিয়োগ করলো কেন্দ্রীয় সরকার ।বর্তমানে খারে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা । গত বছর তাকে ওই পদে দুই বছরের জন্য ফের নিয়োগ করা হয় । বিহারে পশু খাদ্য কেলেঙ্কারি ফাঁসের ক্ষেত্রে খারের বিশেষ ভূমিকা ছিল ।