অমিত শাহ কি এইবার দিল্লি ছেড়ে গুজরাটে পথে পারি দিতে চাইছেন

গতকাল আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন আসন্ন বিধানসভা নির্বাচনে,গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে বিজেপি অমিত শাহ কে তুলে ধরতে চলেছেন ।গতকাল কেজরিওয়াল তার টুইটে লেখেন ,গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র ভাই|প্যাটেলের কাজকর্মে কি বিজেপি সন্তুষ্ট নয় ।তবে তারা অমিত শাহ কে মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরার কথা ভাবতে চলেছেন ।