অযোগ্য দুর্নীতিগ্রস্ত কর্মীদের অবসর দেবে কেন্দ্র

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :দেশের আর্থিক পরিস্থিতি সঙ্কটজনক।  এ অবস্থায় কেন্দ্রীয় সরকার কড়া  নির্দেশ জারি করেছে ৩০  বছর চাকরি বা ৫০-৫৫বছর  বয়সী  অযোগ্য অদক্ষ এবং দুর্নীতিগ্রস্ত  কর্মচারীদের আগাম অবসর দেবে। কর্মচারীদের পারফরমেন্স  রিভিউ করা হবে। রিভিউ রিপোর্ট খারাপ হলে তাকে অবসর নিতে বলা হবে। তবে তার জন্য তাকে তিনমাসের নোটিস  অথবা তার পরিবর্তে তিন মাসের বেতন দেওয়া  হবে। এ কারণে কেন্দ্র বিশেষ রিভিউ কমিটি গঠন করেছে।