খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অযোধ্যার রায় পুনর্বিবেচনার করার সিদ্ধান্ত নিয়েছেন পার্সোনাল ল বোর্ড এবং জমিয়তে উলেমা ই হিন্দ । এই দুই সংগঠনের সিদ্ধান্ত কে কেন্দ্রীয় সংখ্যালঘু দফতরের মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি তীব্র সমালোচনা করেছেন ।তিনি বলেন অযোধ্যা বিতর্কে ফয়সালা হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের মাধ্যমে । তার পরেও বিষয়টি কে নিয়ে অহেতুক সংঘাত এবং বিভেদের পরিবেশ তৈরী করতে চাইছে ল বোর্ড এবং জামায়াতে উলেমা হিন্দ ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...