অরণ্যে ধ্বংস করে হবে না মেট্রো কার শেড

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  : দুই দিন  আগেই   আরএ  কলোনির  অরণ্য ধ্বংস  করে মেট্রো  কারশেদ  তৈরির  বন্ধ  করার  কথা  বলেছিলেন শিবসেনা নেতারা ।গতকাল  মহারাষ্ট্রের  নতুন মুখ্যমন্ত্রী  উদ্ভব  ঠাকরে  আশ্বাস দিয়ে বলেন আরএ  কলোনি নিয়ে  প্রতিবাদীদের  বিরুদ্ধে দায়ের  হওয়া  মামলা  ফিরিয়ে  নেবে  তার সরকার । এই নিয়ে আর  কারুর  বিরুদ্ধে মামলা  থাকবে না বলে তিনি ঘোষণা  করেন ।