অরুণাচলে ভয়াবহ বিস্ফোরণে মৃত বিধায়ক সহ ১১

খবর   ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  ভয়াবহ  বিস্ফোরণে  প্রাণ  হারালেন অরুণাচল  প্রদেশের খোনসা  পশ্চিম বিধানসভা কেন্দ্রের ন্যাশনাল  পিপলস  পার্টি  দলের বিধায়ক তিরণ  আবো ,তার সঙ্গে প্রাণ হারিয়েছেন আরো ছয়জন । এই বিস্ফোরণের পিছনে সক্রিয় আছে জঙ্গি সংগঠন এনএসসিএন । মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং  এনপিপি প্রধান  কনরাড  সাংমা  এই বিস্ফোরণের সত্যতা স্বীকার  করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ করেছেন ,স্বরাষ্ট্রমন্ত্রক কে ব্যাপারটি জানানো হয়েছে ।