একটি গোপন সূত্রে জানা গিয়েছে যেইদিন বিজেপি কর্মী অর্জুন চৌরাশিয়ার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়
তার আগের দিন সে পেয়েছিলো নগদ বেতন ১১ হাজার টাকা কিন্তু তার পকেটে মাত্র ৫০০ টাকা পড়েছিল ।সংশ্লিষ্ট মহল সূত্রে জানা যাচ্ছেঅর্জুনের অনলাইনে লটারি খেলার অভ্যাস ছিল ,যা জানিয়েছে পড়শিদের একাংশ ও কিছু বন্দু বান্ধব । আগামী ১৯ সে মে আদালতের কাছে তার ব্যাপারে রিপোর্ট জমি পড়বে ।