অর্থমন্ত্রী সরকারি লেনদেনের দরজা খুলে দিলো বেসরকারি ব্যাঙ্কের কাছে

গতকাল লোকসভা তে দেশের অর্থমন্ত্রী জানান দেশের সমস্ত রাষ্ট্রায়াত্ব আগে থেকেই সরকারি লেনদেন সামালতো ।এই বারে ব্যবসার পরিবেশ উন্নত করা জন্য সমস্ত বেসরকারি ব্যাঙ্ক কেই ,এই সরকারকারী লেনদেন সামলানোর দায়িত্ব দেওয়াহয়েছে যাতে তারা মানুষের কাছে ভালো পরিষেবা পৌঁছে দিতে পারে ।তবে ব্যাঙ্ক ইউনিয়ন গুলি এই সরকারি সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে ।