অশান্তি ও হট্টগোলের জেরে বন্ধ হলো জগন্নাথের দরজা

নিউস  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  : সূত্রের  খবর  গতকাল  সন্ধ্যায় ওড়িশা  পুলিশের দ্বারা জগন্নাথ মন্দিরের এক সেবায়িত নাকি  নিগৃহীত হয়েছিল এমন অভিযোগ  উঠেছে । তার  পরিপ্রেক্ষিতে গতকাল বিক্ষোভ দেখায় সেবায়িত রা । ভাঙা  হয় বারিইকেড  এবং সেই গন্ডগোলের জেরে আজ  সকাল থেকে মন্দিরের আরতি বন্ধ থাকে  পুজো  হলেও  অনেক পরে শুরু হয় , তার  ফলে  জগন্নাথ দেবের দর্শনার্থীরা  ,ভগবান কে দর্শন করতে পারলেন না । জটিলতা কাটাতে  পুরীর কালেক্টর  ঘটনাস্থলে  গিয়েছে ।