অশোধিত তেলের দাম কমছে

গত ৩০ শে  জুলাই  থেকে অশোধিত তেলের দাম কমলেও ভারতে পেট্রল ,ডিজেলের দাম কমার  কোন লক্ষণ  নেই কেন্দ্রীয় সরকার এর আগে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধিকে দায়ী করে দেশে পেট্রল,ডিজেলের দাম বাড়িয়েছিল। আমাদের দেশে তেলের দাম বাড়লে পেট্রল ডিজেলের দাম বাড়ে কিন্তু দাম কমলে দেশে তা কমে না। গত বছর  তেলের দাম কমলেও দেশের মানুষ সে সুবিধা পায়  নি। তেলের দাম বাড়ায় বাজারে জিনিসের দাম বাড়ছে ও  সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা।